মাগুরা অফিসঃ
মাগুরায় জনবসতিতে মদের দোকান চালু করায় সেটি ভেঙ্গে গুড়িয়ে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার সকালে মাগুরা-যশোর সড়কের শিমুলিয়া এলাকায় অবস্থিত ওই মদের দোকানে হামলা করে ভাংচুর চালায় এলাকাবাসী।
এলাকাবাসি অভিযোগ করে জানান, শহরের ভিটাসাইর ও শিমুলিয়া এলাকায় জনবসতিতে মদের দোকান করায় ২০১৯ সালের জানুয়ারি মাসে এলাকাবাসির বিক্ষোভের মুখে মদের দোকানটি বন্ধ করে দেয় প্রশাসন। এরপর থেকে মদের দোকানটি বন্ধ থাকলেও সম্প্রতি ওই মদের দোকান থেকে আবারো মদ কেনাবেচা শুরু হয়। এর ফলে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হতে থাকে। এ অবস্থায় সোমবার সকালে এলাকার মানুষ একত্রিত হয়ে ওই মদের দোকানটি ভেঙ্গে দেয়। জনবসতিতে কোন প্রকার মদের দোকান চলতে দেয়া হবে না মর্মে তারা জানান।
ভিটাসাইর গ্রামের সাহেব আলী জানান, মদের দোকানের কারণে তাদের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। দোকান ঘরটির পাশে একটি মাদ্রাসা রয়েছে যেখানে ছোট ছোট শিশুরা পড়া লেখা করে। এছাড়া গ্রামের মেয়েরা বাইরে বের হতে পারে না বাইরে লোকেদের কারণে। দোকানটি অন্য কোথাও নিয়ে যাক এলাকাবাসীর দাবি।
এ ঘটনায় মদের দোকান ঘর মালিক শহরের ভায়না টিটিডিসি পাড়ার বাসিন্দা রবিউল আজম খান মাগুরা সদর থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন। অতর্কিত হামলায় তার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
তবে মাগুরা সদর থানার অফিসারইনচার্জ জয়নাল আবেদীন জানান, এব্যাপারে কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।