হোম অন্যান্যসারাদেশ রূপসায় প্রতিপক্ষের হামলায় ৩ যুবক জখম

রূপসায় প্রতিপক্ষের হামলায় ৩ যুবক জখম

কর্তৃক Editor
০ মন্তব্য 116 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের পাথরঘাটা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩ যুবক গুরুতর জখম হয়েছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর উক্ত গ্রামের বসুদেব রায় এর পুত্র সুমন রায় (২৪) সৈকত রায় (২২) এবং একই গ্রামের পরিতোষ রায়ের পুত্র সাগর রায় (২৩) ফুটবল খেলা শেষে বাড়ি ফিরছিলো। তারা পাথরঘাটা মাধ্যমিক বিদ্যালয় সন্নিকটে আসলে পূর্বপরিকল্পিত ভাবে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের জনৈক তুন্নু শেখ সহ তার লোকেরা উক্ত তিন যুবকের উপর হামলা চালায়। এ সময় তারা বাশের লাঠি এবং লোহার রড দিয়ে সুমন, সৈকত ও সাগরকে বেধরক মারপিট করতে থাকে। তাদের চিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে দূবৃর্ত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা ৩ যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে রূপসা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন