চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
চরফ্যাশনে খাদ্য বান্ধব কর্মসূচীকে প্রশ্নবিদ্ধ করতেই মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছেন নুরাবাদ ইউনিয়নের একটি কুচক্রী মহল। এমন অভিযোগ জানান নুরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন।
তিনি জানান, খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ইউনিয়নের ১৪৯৭ জন অসহায় ও হত দরিদ্র পরিবারকে কার্ড ও চাল দেয়া হয়।
এসব অসহায় ও হত দরিদ্র মানুষের বাড়িতে গিয়ে তাদের হাতে এ কার্ড পৌছে দেয়া হয়। এছাড়াও ৩মাস ধরে মাইকিংসহ বিভিন্নভাবে প্রচারের মাধ্যমে ও মেম্বার এবং আওয়ামিলীগের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি কমিটি করে অসহায় ও হত দরিদ্র ব্যক্তিদের যাচাই বাছাইয়ের মাধ্যমে দরিদ্র মানুষের নাম দেয়া হয়।
আমি তা পর্যালোচনা করে কার্ডের জন্য সুপারিশ করলে ওইসব ব্যক্তিদের নামে খাদ্য বান্ধব কর্মসূচীর কার্ড বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন অভিযোগ করে আরও জানান, নির্বাচনে পরাযিত প্রতিপক্ষ গ্রুপ ষড়যন্ত্র করে বিভিন্ন ভাড়াটিয়া লোকজনের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট অভিযোগ দেয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের পায়তারা করে আসছে।
উল্লেখ্য গতকাল রবিবার (৪অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর খাদ্য বান্ধব কর্মসূচীর কার্ড বিতরণের অনিয়মের অভিযোগ জানান নুরাবাদের লোকজন।