হোম অন্যান্যসারাদেশ শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচন: প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ, প্রচারণা শুরু

শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচন: প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ, প্রচারণা শুরু

কর্তৃক Editor
০ মন্তব্য 97 ভিউজ

বাগেরহাট অফিসঃ 

বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।রবিবার শরণখোলা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়।এসময় শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজী বেনজির আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা অঞ্জন সরকার, শরণখোলা থানার ওসি (তদন্ত) মোঃ মফিজুর রহমান শেখ, প্রতিদ্বন্দি প্রার্থী ও প্রার্থীদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ মনোননীত প্রার্থী রায়হান উদ্দিন শান্তকে নৌকা, বিএনপি মনোনীত প্রার্থী খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিয়ার রহমানকে ধানের শীষ এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ্যাড. শহিদুল ইসলামকে লাঙ্গল প্রতিক বরাদ্দ দেওয়া হয়। এদিকে প্রতিক বরাদ্দের পরে বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ মনোননীত প্রার্থী রায়হান উদ্দিন শান্ত ও বিএনপি মনোনীত প্রার্থী খান মতিয়ার রহমান গণ সংযোগ করেছেন। এসময় প্রার্থীদের সমর্থকরা বিভিন্ন লোকদের সাথে কুশল বিনিময় ও মিছিলও করেছেন।

উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজী বেনজির আহমেদ বলেন, উপ-নির্বাচনে প্রতিদ্বন্দি তিন প্রার্থীদের মধ্যে তাদের দলীয় প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। তফসিল অনুযায়ী ২০ অক্টোবর এই উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন