ঝালকাঠি অফিস:
ঝালকাঠি সিটি পার্ক নতুন চর এলাকায় মাদক সেবীদের বিরুদ্ধে মোঃ সবুজ হোসেনের আদালতে মামলা দায়ের।
মামলা সূত্রে জানাযায়,মাস্তান,নেশাখোর ও সন্ত্রাসী আজিজুর রহমান ওরফে (খোকা),পিতা:-ছোহরাব হাওলাদার,মোঃ রিয়াজ, পিতা:- শুক্কুর আলী হওলাদার, শুভ পিতা:- নারায়ন চন্দ্র, লিখন পিতা:-মোঃ জাহাঙ্গীর আলম। আসামীরা দীর্ঘ দিন যাবৎ এলাকায় মাদরক সেবন বিক্রয় করে আসছে। গাঁজা সেবনসহ বিভিন্ন ধরনের অপকর্ম করছে এই সিচকে বাহিনী। গাঁজা সেবনসহ বিভিন্ন ধরনের অপকর্মে বাধা দেয়ায় শহরের নতুন চর এলাকার মৃত আঃ মান্নান মানিকের পুত্র মোঃ সবুজ হোসেন। মাদরক সেবী ও বিক্রতে আজিজুর রহমান ওরফে (খোকা)কে বাধা দেয়ার কারণে গত ১ অক্টোবর রাত ১০ টার দিকে মাদক সেবীরা পুর্ব পরিকল্পনামতে মোঃ সবুজ হোসেন বাড়ি ফেরার পথে দলবল নিয়ে হামলা চালায় মোঃ সবুজ হোসেনের উপরে। এসময় রিকশার চেইন,লোহার রড ও দাও নিয়ে খুনের উদ্দেশ্যে মোঃ সবুজ হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করে টাকা চিনিয়ে নিয়ে যায়।
তার ডাক চিৎকারে আশেপাশের লোক ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে লোকজন ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে। নেশাখোর ও সন্ত্রাসীদের ভয়ে হাসপাতালে ভর্তি থাকতে পারেনি মোঃ সবুজ হোসেন। এঘটবায় ঝালকাঠি বিঙ্ঘ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৪ অক্টোবর সি,আর ১৪৩/৩৪২/ ৩২৩/ ৩২৫/৩৭৯/৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের বিঙ্ঘ বিচারক এইচ,এম ইমরান ডিভিতে তদন্ত দিয়েছেন।
নেশাখোর ও সন্ত্রাসী আজিজুর রহমান ওরফে (খোকা) এলাকার চিহ্নিত চোর সে ইতোপূর্বে নেশার টাকা যোগাতে সাইকেল চুরি করে ধরা খেয়েছে।
এঘটনায় অভিযোগ দায়ের করে ৩ দিন ধরে মোঃ সবুজ হোসেন থানায় যাতায়াত করছে এবং পুলিশ বিভিন্ন ধরণের অযুহাত তুলে আদালতে মামলা দায়েরের বিলম্ব ঘটাচ্ছে। মামলা দেয়ার পরে নেশাখোর ও সন্ত্রাসীর মদতদাতারা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন মোঃ সবুজ হোসেন।
ঝালকাঠি শহরের নতুন চর এলাকার মৃত আঃ মান্নান মানিকের পুত্র মোঃ সবুজ হোসেন এলাকায় বসে গাঁজা সেবনসহ বিভিন্ন ধরনের অপকর্ম থেকে বিরত থাকার জন্য সর্তক করলে গত ১ অক্টোবর দিবাগত রাত ১০টায় বাসায় যাওয়ার পথে ঝালকাঠির শহিদ মিনারের পাশে বসে এই হামলার ঘটনা ঘটে।