হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম আগামীকাল রবিবার থেকে শুরু

কলারোয়ায় জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম আগামীকাল রবিবার থেকে শুরু

কর্তৃক Editor
০ মন্তব্য 122 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি:

কলারোয়ায় জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম ৪ অক্টোবর রবিবার থেকে শুরু হতে যাচ্ছে। কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান জানান, আগামীকাল রবিবার (৪ অক্টোবর) থেকে ১৭ অক্টোবর-২০’পর্যন্ত উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে শিশুদের ভিটামিন ’এ’প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও জানান, ৬ মাস থেকে পূর্ন ১১ মাস বয়সী (৬-১২ মাস) শিশুকে একটি নীল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল ও পূর্ন ১২ মাস থেকে ৫৯ মাস (১-৫) বছর বয়সী শিশুকে একটি লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি সকল মায়েদের ও অভিভাবকদের কে নিকটস্থ স্বাস্থ্য সেবাদান কর্মীর সাথে যোগাযোগ রেখে নির্দিষ্ট দিনে টিকাকেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থেকে সকল শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন