হোম অন্যান্যসারাদেশ বাঁকড়া টু বাঁগআচড়া রোড এখন জনদুর্ভোগের মরণকূপ

বাঁকড়া টু বাঁগআচড়া রোড এখন জনদুর্ভোগের মরণকূপ

কর্তৃক Editor
০ মন্তব্য 155 ভিউজ
ঝিকরগাছা,(যশোর) প্রতিনিধি:
ঝিকরগাছা উপজেলার বাঁকড়া টু বাঁগআচড়া রাস্তাটি এখন সম্পূর্ণরূপে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এই রোড দিয়ে প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় হাজার লোকজন চলাফেরা করে। দীর্ঘদিন রাস্তাটি সংস্কার না করার ফলে প্রতিনিয়ত ঘটছে রোড এ্যাক্সিডেন্টসহ নানা অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা। সামান্য বৃষ্টি হলে রাস্তাটি জনসাধারণের যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। এমনকি কাঁদা পানিতে পায়ে হাটা কোন পথিক ও চলাচল করতে পারে না।
জনপ্রতিনিধি নেই কোন সৎ ইচ্ছার মনোভাব। এমনকি আম্ফান ঝড়ের তান্ডবে রাস্তার ধারের কিছু গাছ ও হেলে পড়ার কারনে জনসাধারণের চলাচলের ব্যাপক অসুবিধা হচ্ছে। বাঁকড়া টু বাঁগআচড়া রোড  সংলগ্ন সাধারণ মানুষের একটা দাবি রাস্তাটি পূর্ণসংকরণ করে চলাচলের উপযোগী করে তোলা। এবং রাস্তার দু-ধারে হেলে পড়া গাছ দ্রুত অপসারণ করা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন