হোম অন্যান্যসারাদেশ ঝিকরগাছায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির উদ্বোধন

ঝিকরগাছায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 104 ভিউজ
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
মুজিব বর্ষের অঙ্গিকার, সড়ক হবে সংস্কার এই শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে ‘অক্টোবর রক্ষণাবেক্ষণ মাস’ হিসেবে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের ঝিকরগাছা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) এ মাসে উপজেলার ১১ টি সড়ক সংস্কারসহ রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কের হাজিরালীতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, পানিসারা ইউপি চেয়ারম্যান নওশের আলী, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনকালে কর্মসূচি বাস্তবায়নে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবু রায়হান রাজ।
উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু জানিয়েছেন, মুজিববর্ষ উপলক্ষে চলতি অক্টোবর ও আগামী বছর মার্চ মাসকে রক্ষাণাবেক্ষণের মাস হিসেবে বিবেচনা করা হয়েছে। এ লক্ষ্যে চলতি মাসে উপজেলার ১১টি ইউনিয়নের ১১টি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক রক্ষাণাবেক্ষণের জন্য নির্ধারণ করা হয়েছে। যার দৈর্ঘ্য ৪০ কিলোমিটার। এতে ১২৩ জন দুঃস্থ মহিলা কর্মী নিয়োগ করা হয়েছে।
নির্ধারিত সড়কের রক্ষাণাবেক্ষণের মধ্যে রয়েছে সোল্ডার ও পার্শ্ব ঢালের ক্ষয়ক্ষতি মেরামত, বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা, গর্ত ভরাট করা, পার্শ্ব ঢালে ঘাসের চাপড়া পুনঃস্থাপন করা, সড়কের সোল্ডার ও পার্শ্ব ঢালের ঝোপ-ঝাড় ও জঙ্গল পরিষ্কার করা, সড়কের পাশে রোপিত বৃক্ষের পরিচর্যা ও সংরক্ষণ করা, কালভার্টের পানি প্রবাহের প্রতিবন্ধকতা দূর করা, ব্রিজ-কালভার্ট পরিষ্কার করা প্রভৃতি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন