মাগুরা অফিস:
মাগুরা-নড়াইল সড়কে ৭’শ ২৩ কোটি ৯৬ লাখ টাকার বাঁক সররীকরণসহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মীরপাড়া মোড়ে সড়ক বিভাগের আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুুল ফাত্তাহ, সহসভাপতি মুন্সী রেজাউর হক প্রমুখ।
মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, দীর্ঘ প্রতীক্ষিত মাগুরা-নড়াইল সড়কের আঞ্চলিক বাঁক সররীকরণসহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। এ সড়কের মোট প্রকল্প মূল্য ধরা হয়েছে ৭’শ ২৩ কোটি ৯৬ লাখ টাকা। যা মাগুরা অংশে কাজ হবে ৫’শ ১০ কোটি ৬৪ লাখ এবং নড়াইল অংশে কাজ হবে ২’শ ১৩ কোটি ৩২ লাখ টাকার। ৪৭.০১ কিলোমিটার দৈর্ঘ্যরে এ সড়কের মাগুরা অংশে ৩০.৬৬ কি.মি. ও নড়াইল অংশে রয়েছে ১৬.৩৫ কিলোমিটার। এ সড়কের দু’পাশে চওড়া হবে ৯.১০ মিটার। ইতিমধ্যে দু’জেলার মোট ৩৫.২২৭ হেক্টর জমি অধিগ্রহনের কাজ সম্পন্ন হয়েছে। আগামী ২০২২ সালের ৩১ ডিসেম্বর মাসের মধ্যে সড়কটি শেষ হবে। এ সড়কের কাজ শেষ হলে মাগুরা-নড়াইলসহ অন্যান্য জেলার যোগাযোগ আরো গতিশীল হবে।’