নিজিস্ব প্রতিনিধি
করোনা মোকাবেলায় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলা বাঁশদহ ইউনিয়নের প্রায় ৪’শ নিম্ন আয়ের মানুষের মাঝে তিনি চাল, ডাল, তেল, আলু ও পেঁয়াজ বিতরণ করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, বাশদহ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুবলীগ নেতা আব্দুল কাদের প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান বাবু এ সময় বলেন, সুস্থ ও নিরাপদ থাকতে হলে সরকার নির্দেশিত সময়ে সকলকে অবশ্যই ঘরে থাকতে হবে। এজন্য নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের কষ্ট লাঘবে এক হাজার পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হবে। প্রথম দফায় ৪’শ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।