হোম অন্যান্যসারাদেশ ঝালকাঠিতে মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদন্ড

ঝালকাঠিতে মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদন্ড

কর্তৃক
০ মন্তব্য 138 ভিউজ

ঝালকাঠি অফিস:

ঝালকাঠিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মিনারা বেগম (৫০) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদÐ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস কে তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। পলাতক থাকায় আসামির অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়। মিনারা বেগম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভন্ডবিল গ্রামের আজগর আলীর স্ত্রী। রাষ্ট্রপক্ষের আইনজী অতিরিক্ত সরকারি কৌঁসুলি আ.স.ম মোস্তাফিজুর রহমান মনু এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, মিনারা বেগম একজন মাদক কারবারি। ২০১১ সালের ৪ অক্টোবর সকালে ঝালকাঠি গাবখান সেতুর টোলপ্লাজা এলাকায় একটি গাড়িতে তল্লাশী করে ২২ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই তার নামে ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়। মামলা তদন্ত শেষে ২০১১ সালের ৩০ অক্টোবর তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা এসআই শেখ রাসেল কবির। আসামি জানিমে মুক্তি পেয়ে পালিয়ে যায়। সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

এছাড়া ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাদক মামলায় ১জনকে ১৮ মাসের কারাদন্ড ও অন্য একজনকে খালাশ প্রদান করেছেন। এই আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম আসামীদের উপস্থিতিতে রবিবার এই রায় ঘোষণ করেন।

২০১২ সালে ১৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ঝালকাঠি শহরের অতুল মাঝির খেয়াঘাট থেকে ৪২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নিজাম উদ্দিন ও সোহাগ নামের ২জনকে গ্রেফতার করেন। এব্যপারে ঝালকাঠি থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন। থানা পুলিশের এসআই বিপ্লব মিস্ত্রী ২০১২ সালের ৩১ ডিসেম্বর আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ৫জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করেছে। আসামীদের মধ্যে ঝালকাঠির বাসন্ডা ইউনিয়নের বটতলা এলাকার মোঃ হোসেন আলীর পুত্র মোঃ নিজামুদ্দিনকে(৫০) ১৮ মাসের কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে আরও ১৫দিনের কারাদন্ড প্রদান করেছে। অপর আসামী সদর উপজেলার ওস্তাখান গ্রামের হাবিবুর রহামেন পুত্র সোহগকে(৪৫) বেকসুর খালশ প্রদান করেন।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন