ভারতের তেলেঙ্গানা রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত ছয়জন মারা গেছেন। তাঁরা দিল্লির নিজামউদ্দিন এলাকার একটি মসজিদে তাবলিগ-ই-জামাতের জমায়েতে যোগ দিয়েছিলেন। ওই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া একজন ইমাম গত সপ্তাহে শ্রীনগরে মারা গেছেন।
তাবলিগ-ই-জামাতের ওই জমায়েতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কিরগিজস্তান থেকে দুই হাজারেরও বেশি প্রতিনিধি যোগ দেন। মার্চ মাসের মাঝামাঝি সময়ে ওই জমায়েত হয়।
২৪ মার্চ ভারত সরকার সারা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করে। লককডাউনের মধ্যেও ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ একসঙ্গে অবস্থান করেন। ওই জমায়েতে অংশ নেওয়া ৩০০ জনের বেশি মানুষকে দিল্লিতে আইসোলেশনে রাখা হয়েছে। দিল্লির বিভিন্ন হাসপাতালে তাঁরা করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা পরীক্ষা করা হবে।