হোম অন্যান্যসারাদেশ দীর্ঘ বিরতির পর প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে মাগুরার মাঠে ফুটবল

দীর্ঘ বিরতির পর প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে মাগুরার মাঠে ফুটবল

কর্তৃক
০ মন্তব্য 117 ভিউজ

মাগুরা অফিস:

করোনা প্রাদূর্ভাবের কারণে দীর্ঘ বিরতির পর শনিবার মাগুরার মাঠে গড়ালো ফুটবল। ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সদরের রাউতড়া হৃদয়নাথ স্কুল এন্ড কলেজ মাঠে বিকেলে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। চরম উত্তেজনাপুর্ণ খেলায় জেলা পরিষদ ফুটবল দল ১-০ গোলের ব্যবধানে সদর উপজেলা পরিষদ ফুটবল দলকে পরজিত করে। খেলার দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে একমাত্র গোলটি করেন জেলা পরিষদ ফুটবল দলের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাঈম। করোনা ভীতি কিম্বা স্বাস্থ্যবিধি উপেক্ষা করে হাজার-হাজার দর্শক দীর্ঘদিন পর খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত হয়।

খেলা শেষে সন্ধ্যায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহনকারী দু’টি দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহবুবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান।

হাজার-হাজার দর্শকের উপস্থিতে অনুষ্ঠিত এ ফুটবল ম্যাচে জাতীয় পর্যায়ে একাধিক তারকা ফুটবলার অংশ নেন। খেলায় সেরা গোলদাতা, সেরা খেলোয়াড় ও সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন যথাক্রমে জেলা পরিষদ দলের নাঈম, সদর উপজেলা পরিষদের তুহিন ও শাওন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, করোনাকালীন সময়ে ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে এবং আগামী মাসের আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টকে সামনে রেখে প্রস্তুতিমূলক এ ম্যাচের আয়োজন বলে তিনি জানান।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন