হোম আন্তর্জাতিক সীমান্তে হত্যা শূন্যে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে-বিজিবি ও বিএসএফ

সীমান্তে হত্যা শূন্যে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে-বিজিবি ও বিএসএফ

কর্তৃক
০ মন্তব্য 634 ভিউজ

সংকল্প ডেস্ক:

বর্ডার গার্ড বাংলদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫০তম সীমান্ত সম্মেলন শেষ হয়েছে। এবারের সম্মেলনে ১৪ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দুই বাহিনী। বরাবরের মতো এবারও সম্মেলনের আলোচনার শীর্ষে ছিল সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা।

বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা ও মারধরের ঘটনা শূন্যে নামিয়ে আনতে দুই পক্ষই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এর বাইরে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট ও আস্থা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণে উভয়পক্ষ সম্মত হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর পিলখানায় বিজিবি সদরদফতরে সীমান্ত সম্মেলনের শেষ দিন আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে মোট ১৪টি সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়।

নির্ধারিত আলোচনার বাইরেও নানা বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়েছে, যার মাধ্যমে এবারের সম্মেলনকে সফল বলে আখ্যায়িত করেছে দুই পক্ষ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন