দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি:
কলারোয়ায় ইউরেকা কমপ্লেক্স জামে মসজিদ উন্নয়নকল্পে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুম্মা নামাজের পুর্বে জেলা পরিষদ সদস্য, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব শেখ আমজাদ হোসেন মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউরেকা কমপ্লেক্স জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর আলমগীর হোসেন, সাধারণ সম্পাদ্ক কবি সোবহান আমীন, ইমাম হাফেজ তরিকুল ইসলাম, মোয়াজ্জীন মোঃ ওমর আলীসহ মুসুল্লীগণ।