হোম অন্যান্যসারাদেশ ঝিকরগাছায় ম্যাজিস্ট্রেট দেখে দোকান বন্ধ করে পালালেন পেঁয়াজ বিক্রেতারা

ঝিকরগাছায় ম্যাজিস্ট্রেট দেখে দোকান বন্ধ করে পালালেন পেঁয়াজ বিক্রেতারা

কর্তৃক
০ মন্তব্য 82 ভিউজ
মোঃ তাজমুল হোসেন,ঝিকরগাছা,(যশোর):
যশোরের ঝিকরগাছা বাজারে পেঁয়াজের দামের নৈরাজ্য ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। অভিযানের খবর পেয়ে দোকান বন্ধ করে পালিয়েছেন অধিকাংশ পেঁয়াজ বিক্রেতারা। এসময় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে এক দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে ঝিকরগাছা তরকারি বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।ঝিকরগাছা বাজারে আজ দিনভর পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানকালে তরকারি বাজারের পেঁয়াজ বিক্রেতা মিন্টু হোসেনের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সে ৮০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করলেও ক্রয় রশিদ দেখাতে পারেননি। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে পেঁয়াজ বিক্রেতারা দোকান বন্ধ করে পালিয়ে যান। এসময় ভ্রাম্যমাণ আদালত নায্যমূল্যে পেঁয়াজ বিক্রির নির্দেশনা দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে চলাচল ও ব্যবসা বাণিজ্য করার কথা বলা বলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন