হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই ক্লিনিক মালিককে ৭০ হাজার টাকা জরিমানা

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই ক্লিনিক মালিককে ৭০ হাজার টাকা জরিমানা

কর্তৃক
০ মন্তব্য 162 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি:

কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই ক্লিনিক মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে কলারোয়া পৌর সদরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট আক্তার হোসেন ওই অভিযান পরিচালনা করেন। অভিযানে সরকারি বিধান না মেনে ক্লিনিক পরিচালনা করায় মেডিকেল প্রাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৯ ভঙ্গের অপরাধে কলারোয়া শিশু ও জেনারেল হাসপাতালকে ৪০(চল্লিশ) হাজার টাকা এবং হাফিজা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০(ত্রিশ) হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন,কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মাহাদী আল মাসুদ, থানার এএসআই বিল্লাল হোসেনসহ আদালতের বেঞ্চসহকারী মাকছুদুর রহমান। উল্লেখ্য, আইন ভঙ্গের অপরাধে উভয় ক্লিনিক মালিককে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ভ্রাম্যমান আদালত নির্দেশ প্রদান করেছেন বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন