অনলাইন ডেস্ক :
বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের মাদারীপুরের শিবচরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ৬৮ বস্তা চালসহ মাসুম মোল্লা (৩০) নামে সাবেক ছাত্রলীক নেতাকে আটক করেছে উপজেলা প্রশাসন। শনিবার রাত ১১টার দিকে আটকের পর রবিবার দুপুরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।
আটক মাসুম মোল্লা বাঁশকান্দি ইউনিয়নের সাবেক ছাত্রলীগে সাধারণ সম্পাদক ও মির্জারচর গ্রামের জয়নাল আবেদিন মোল্লার ছেলে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি দরের ৬৮ বস্তা চাল হতদরিদ্রদের না দিয়ে গুদামে মজুদ করে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও র্যাব সদস্যদের সাথে নিয়ে শিবচর উপজেলার শেখপুর বাজারে অভিযানে যান তারা। এ সময় মাসুম মোল্লার গুদাম থেকে ৬৮ বস্তা চাল উদ্ধার করা হয়।
পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। রবিবার দুপুরে মাসুমের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এদিকে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানিয়েছেন, মাসুম মোল্লা বাঁশকান্দি ইউনিয়নের ১০ টাকা মূল্যে চাল বিতরনের ডিলার। এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি হতদরিদ্রদের চাল আত্মসাৎ করেন।
তার বিরুদ্ধে শিবচর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ইমদাদুল শিকদার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করেন। এদিকে করোনা ভাইরাসে লকডাউন থাকা শিবচর উপজেলায় দ্রুত হত দরিদ্রদের মাঝে চাল বিতরনের কথা থাকলেও আটক ডিলার মাসুম মোল্লা সেই বিধি অমান্য করেন।