হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় চন্দনপুর ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও মতবিনিময় সভা

কলারোয়ায় চন্দনপুর ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও মতবিনিময় সভা

কর্তৃক
০ মন্তব্য 113 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধিঃ

কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন ‘বিট পুলিশিং’ কার্যক্রম পরিচালনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয়ে বেলা সাড়ে ১০ টা থেকে শুরু হওয়া কার্যক্রম বিকাল ৫ টা পর্যন্ত অতিবাহিত হয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কার্যক্রমে উপস্থিত ছিলেন ৭ নং চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউনিয়ন পুলিশিং বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই(নিঃ) ইস্রাফিল হোসেন, দায়িত্বপ্রাপ্ত এএসআই(নিঃ) রফিকুল ইসলাম, এএসআই(নিঃ) রকিবুল হাসান, ইউনিয়ন আ”লীগে সাধারন সম্পাদক সমাজসেবক মফিজুল ইসলাম, ইউপি সদস্য সাংবাদিক হাসান মাসুদ পলাশসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ ও সমাজ সেবকবৃন্দ। উল্লেখ্য, বিট পুলিশিং এর উদ্যোগে সপ্তাহের প্রতি শনিবার এলাকার মানুষের জমি – জায়গা সম্পর্কে বিরাোধ,পারিবারিক বিরোধসহ বিভিন্ন সমস্যা সমূহ

আলোচনার ভিত্তিতে শান্তিপূর্ণ পরিবেশে সমাধানের চেষ্টা করা হয়। এ ছাড়া সভায় এলাকায়
মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড থেকে সকল স্তরের মানুষকে দূরে থাকার এবং শান্তি-শৃংখলা বজায় রাখার আহবান জানানো হয় বলে বিট পুলিশিং কর্মকর্তা এসআই ইস্রাফিল হোসেন জানান । এ দিকে,  আইন-আদালতের প্রতি সম্মান রেখে সামাজিক বন্ধনকে গুরুত্ব দিয়ে  থানা পুলিশের এই ( আলোচনা ভিত্তিক  সমস্যা- সমাধান) কার্যক্রমকে ইউনিয়নবাসী  সাধুবাদ জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন