জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ প্রতিনিধি:
কালীগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি প্রাতিষ্ঠানিক পুকুর ও অনান্য জলাশয় মাছের পোনা অবমুক্ত করা হয়। ২সেপ্টেম্বর বেলা ১ টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন।
কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদি সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান,বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, জেলা ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা, কালিগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শফিকুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, উপজেলা মৎস্য অফিসার ক্ষেত্র সহকারি উজ্জল অধিকারী প্রমুখ।
রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি প্রাতিষ্ঠানিক পুকুর ও অনন্য জলাশয় বিশেষ করে কালিগঞ্জ উপজেলা পরিষদ পুকুর, নলতা কেন্দ্রিয় আহসানিয়া মিশন রওজা শরীফ পুকুর সহ উনিশটি পুকুরে চারশত ৫৫কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।