অনলাইন ডেস্ক :
চীনের হুবেই থেকে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। তবে দীর্ঘ বিরতির পর এবার পুরো দমে ক্লাসে ফিরেছে চীনের স্কুল শিক্ষার্থীরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণ থেমে যাওয়ায় স্কুলগুলো খুলে দিয়েছে চীন সরকার।
চীনের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্কুল গুলোতে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে অংশ নিচ্ছে। তবে তাদের মেনে চলতে হচ্ছে স্বাস্থ্য বিধি। তারা সামাজিক দূরত্ব মেনে চলছে এবং সঠিকভাবে মাস্ক ব্যবহার করছে।
ওয়ার্ডও মিটারের সর্বশেষ তথ্যমতে, চীনে এ পর্যন্ত ৮৫ হাজার ৫৮ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। দেশটিতে ভাইরাসটির সংক্রমণে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪। সেই সঙ্গে দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছে ৮০ হাজার ২০৮ জন।