হোম জাতীয় বাগেরহাটের মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার করোনা জয় করে আজ স্বাভাবিক অফিস করেছেন

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার করোনা জয় করে আজ স্বাভাবিক অফিস করেছেন

কর্তৃক
০ মন্তব্য 135 ভিউজ

মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন ও তাঁর শিশুকন্যা(৫) করোনা মুক্ত হয়েছে। গত ১৭ আগস্ট করোনা পজিটিভ শনাক্ত হয়ে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে উপসর্গ ভিত্তিক চিকিৎসা গ্রহন করেছেন। গত ২৫ আগস্ট তারিখে নমুনা পরিক্ষায় কন্যা সহ দুজনেরই ফলাফল নেগেটিভ এসেছে। আজ সোমবার তিনি নিজ অফিসে আসেন এবং স্বাভাবিক ভাবে দায়িত্ব পালন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা জয়ী নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরবর্তিতে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি,কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ তাঁর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁর সুস্থতার জন্য দোয়া করায় তিনি সকলকে ধন্যবাদ জানান। আজ আরো সুস্থ হয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত জাহান, স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স আকলিমা খাতুন,পুলিশ কনস্টেবল শৈলেন চন্দ্র হাওলাদার ও তার কন্যা। সুস্থ সকলকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রদত্ত শুভেচ্ছা উপহার সামগ্রী প্রদান করা হয়। মোল্লাহাটে এ পর্যন্ত মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৭১জন। মোট সুস্থ হয়েছে ৬৭জন। তিন জন চিকিৎসাধীন রয়েছে এবং একজন মৃত্যু বরন করেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন