জয়দেব চক্রবর্তী কেশবপুর :
যশোরের কেশবপুরে গো খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। প্রতি পণ আশি মুঠো বিচুলির মূল্য ৫০০ টাকা হয়েছে। মূল্যবৃদ্ধির কারণে অনেকেই পানির দামে গরু বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। মানুষ ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর আশায় একটা করে অন্তত গরু পুষতেন। দিনান্তে পাঙ্খা পুরানো সাধারণ মানুষ জঠর জ্বালা নিবারণ করে গরুর খাদ্য ক্রয় করতে হিমশিম অবস্থা । ৬০ হাজার টাকার গরু ৪০ হাজার টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছে ।