হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় নতুন ২৩২ জন বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে

সাতক্ষীরায় নতুন ২৩২ জন বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে

কর্তৃক
০ মন্তব্য 93 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও নিয়ন্ত্রণে (covid-19) গত ২৪ ঘন্টায় বিদেশফেরত নতুন আরও ২৩২ জনকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এনিয়ে গত ১৩ দিনে মোট ২ হাজার ৩শ’ ৮৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া হোমকোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে আরও ১শ’ ৯ জনকে।

এদিকে গতকাল শনিবারও ভারতে আটকে থাকা ১শ’ ৪ জন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী দেশে ফিরেছে। তবে ভারতে লক ডাউনের কারণে ভারতীয়রা বাংলাদেশ থেকে তাদের দেশে ফিরতে পারছেন না বলে জানিয়েছেন ইমিগ্রেশন ওসি বিশ্বজিত সরকার।
অপরদিকে, বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনের আওতায় আনার কাজ চালিয়ে যাচ্ছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, র‌্যাব ও স্বাস্থ্য বিভাগ।

বন্ধ ঘোষণা করা হয়েছে সকল পর্যটন কেন্দ্র ও গরুর হাট। নিষিদ্ধ করা হয়েছে জেলায় সকল ধরণের সভা সমাবেশ, সেমিনার, সামাজিক অনুষ্ঠানসহ সকল প্রকার গণজমায়েত। চলছে ভ্রাম্যমান আদালতের অভিযান। ভোমরাস্থল বন্দরসহ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন