হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার তালায় বিএনপির নির্বাচনী পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা

সাতক্ষীরার তালায় বিএনপির নির্বাচনী পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা

কর্তৃক Editor
০ মন্তব্য 42 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির নির্বাচনী পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা বিএনপির আয়োজনে শনিবার সকালে তালা মহিলা কলেজে উক্ত নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ট্রেনার হিসেবে প্রশিক্ষণ দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও কানাডার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাতক্ষীরা-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের কন্যা কানেতা ইয়া লাম লাম অরনী।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ অধ্যাপক মোশাররফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু, উপজেলা মহিলাদের আহবায়ক মেহেরুন নেসা মিনি প্রমুখ।
এ সময় তালা উপজেলার ছয়টি ইউনিয়নের বিএনপি’র নির্বাচনী পোলিং এজেন্টেদেরকে নির্বাচনী আচরণবিধিসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন