নড়াইল প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল–২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে জেলা যুবদলের গুরুত্বপূর্ণ সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে নড়াইল জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব ড. ফরিদুজ্জামান ফরহাদ। নড়াইল–লোহাগড়া উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ড. ফরিদুজ্জামান ফরহাদ তাঁর বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জনাব মেহবুব মাসুম শান্ত। নড়াইল জেলা যুবদলের সভাপতি মো: মশিয়ার রহমানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জনাব সায়দাত কবির রুবেল।
এ সময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাফল,সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ,জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস,সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সনি,নলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আছাদুজ্জামানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল এবং অন্যান্য অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
