হোম খুলনাসাতক্ষীরা দলের নেতাকর্মী অন্যায় করলে বহিষ্কার করা হবে, নির্বাচিত হলে সালতা নদী পুনরখনন করা হবে : তালায় সাবেক এমপি হাবিব

দলের নেতাকর্মী অন্যায় করলে বহিষ্কার করা হবে, নির্বাচিত হলে সালতা নদী পুনরখনন করা হবে : তালায় সাবেক এমপি হাবিব

কর্তৃক Editor
০ মন্তব্য 55 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে খলিলনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা ও কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

এ সময় তিনি বলেন, আমি নির্বাচিত হতে পারলে সালতা নদী পুনরখনন করে দিব, আমার দ্বারা কারও কোনো ক্ষতি হবে না। এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার ও কোন ধরনের ক্ষয়ক্ষতি দিব না । দলের কোনো নেতাকর্মী অন্যায় করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

এ সময় তিনি আরো বলেন তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ । সবাই মিলে দেশ গড়তে হবে। তিনি কর্মীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ভোটারদের কাছে সমর্থন চান। আগের নির্বাচনে এই ইউনিয়নে তিনি বিপুল ভোটে প্রথম হয়েছিলেন উল্লেখ করে বলেন, এবারও জনগণের ভোটে বিজয়ী হতে চান।

নির্বাচনীয় জনসভায় খলিল নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব গাজী আসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার, উপজেলা মহিলাদের আহবায়ক মেহেরুন নেসা মিনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম দাদু, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, জাতীয়তাবাদী আইন ফোরামের সদস্য জি.পি আ্যডভোকেট অসীম কুমার মন্ডল, অ্যাডভোকেট এ বিএম সেলিম, সিরাজুল ইসলাম (৫), এস এম সোহরাব হোসেন বাবলু, জিএম আসাদুজ্জামান আসাদ, তালা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, রিজভী আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি জানান। সভাস্থলে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন