হোম খুলনানড়াইল লোহাগড়ায় ফসলি জমি দখল ও বাঁধ নির্মাণের অভিযোগে কৃষকদের মানববন্ধন

লোহাগড়ায় ফসলি জমি দখল ও বাঁধ নির্মাণের অভিযোগে কৃষকদের মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 53 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার মোচড়া বিলে তিন ফসলি জমি অবৈধভাবে দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের প্রতিবাদে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ও প্রান্তিক কৃষকেরা। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মোচড়া বিল এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মোচড়া গ্রামের প্রভাবশালী রফিক শেখ দীর্ঘদিন ধরে বিলের সাধারণ কৃষকদের তিন ফসলি জমি অবৈধভাবে দখল করে আসছেন। তিনি কোথাও ফসলি জমি খনন করছেন, আবার কোথাও মাটি ভরাট করে বাঁধ নির্মাণ করেছেন। এর ফলে বিলের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে মোচড়া, গন্ধবাড়িয়াসহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় এক হাজার একর জমিতে ধান, পাট ও রবিশস্য চাষাবাদ বন্ধ হয়ে পড়েছে।

​ভুক্তভোগী কৃষকদের দাবি, রফিক শেখের এই কর্মকাণ্ডের ফলে অন্তত ১০০ কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটি প্রচলিত ভূমি আইন ও কৃষি জমি সুরক্ষা আইনের স্পষ্ট লঙ্ঘন। এছাড়া অনেকের বসতবাড়ির জমি জোরপূর্বক দখল এবং চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগও করেন তারা। কৃষকেরা অতিদ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং ফসলি জমি রক্ষার দাবি জানান।

​মানববন্ধনে বক্তব্য রাখেন—বীর মুক্তিযোদ্ধা মান্নান মোল্যা, মঈনউল হাসান রাজু, পলি বেগম, রিয়াজুল আলম, ফাখন মুন্সী, আয়ুব মোল্যা, মনিরুজ্জামান, টিপু ফকির, ইউনুচ শেখসহ আরও অনেকে।

​অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রফিক শেখ বলেন, “আমি জোর করে কোনো জমি দখল করিনি। আমি জমি কিনে এবং লিজ নিয়ে মাছের ঘের করেছি।”

​ভুক্তভোগী এলাকাবাসী তাদের কৃষি ও জীবন-জীবিকা রক্ষায় স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন