নিজস্ব প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা–২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা আখতার ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল । এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল , নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, জতীয় সংসদ নির্বাচন ও সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম। এসব কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, গুজব বা বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা এসব আয়োজনকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা, পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনা, গুজব প্রতিরোধ এবং তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
