হোম খুলনাসাতক্ষীরা মাদক ছেড়ে খেলতে চল সাতক্ষীরায় শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাদক ছেড়ে খেলতে চল সাতক্ষীরায় শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কর্তৃক Editor
০ মন্তব্য 57 ভিউজ
নিজস্ব প্রতিনিধি :
খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৬।
খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৫ জানুয়ারি  ২৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ আয়োজন চলবে। এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ ২৫ জানুয়ারি (রবিবার) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ ফেরদৌস আরেফিন, অধ্যক্ষ, সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।
আয়োজক সূত্রে জানা গেছে, ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও বিভিন্ন সৃজনশীল আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় রয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তারা। এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন,রঞ্জন কুমার সরকার, চিফ ইনস্ট্রাক্টর, শেখ আব্দুল আলিম, চিফ ইনস্ট্রাক্টর, মো. শরিফুল ইসলাম, ইনস্ট্রাক্টর  মো. মোস্তাফিজুর রহমান, ইনস্ট্রাক্টর এছাড়া মোস্তফা বাকীবিল্লাহ, আসমাতুল্লাহ, আসাদুজ্জামান, রুদ্র চৌধুরী, ডেইজি সুলতানা, রেজওনা সুলতানা,মিফতাহুল জান্নাত, মল্লিকা পাল প্রমুখ।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে যেমন সহায়ক, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন