আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গনভোট সম্পর্কে সাধারন মানুষ ও মহিলাদেরকে অবহিত করতে এবং বাল্য বিবাহ নিরোধ বিষয়ে সচেতনতামূলক মহিলা সমাবেশে মিলিত হয়েছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। ২৬ শে জানুয়ারী সখিপুন ইউনিয়ন পরিষদ চক্রে দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলকে সচেতন ও নতুন বাংলাদেশ গঠনে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন করেন। অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা উপজেলা সমাজ সেবা অফিসার তরিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধরণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আল মামুন, ইউপি সদস্য, মোখলেছুর রহমান, রবিউল ইসলাম, নাজিম সরদার, আবুল কালাম,নজরুল ইসলাম,নুর মোহম্মাদ,মোয়াজ্জেম আলী, নরী ইউপি সদস্য সাজু পারভীন, রেহেনা পারভীন,জুলেখা খাতুন প্রমুখ।
