হোম খুলনাবাগেরহাট নির্বাচনের দায়িত্ব পালনে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জেলা প্রশাসকের

নির্বাচনের দায়িত্ব পালনে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জেলা প্রশাসকের

কর্তৃক Editor
০ মন্তব্য 54 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় মোল্লাহাট উপজেলার ৪৯ জন প্রিজাইডিং কর্মকর্তা, ২৬২ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ৫২৪ জন পোলিং কর্মকর্তাকে ভোটগ্রহণের দিন দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা ও নির্বাচনসংক্রান্ত বিধি-বিধান বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন। তিনি বলেন, নির্বাচনের দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতে হবে। এবারের নির্বাচনে জনগণকে সর্বকালের সেরা নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হাছান চৌধুরী বিপিএম, মোল্লাহাট আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছার।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ এনায়েত হোসেন সহ জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন