হোম খুলনানড়াইল নড়াইলে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

নড়াইলে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 35 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্য ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সম্মেলনে সভাপতিত্ব করেন উপপরিচালক ইকরামুল ইসলাম শাওন। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে চার শতাধিক ইমাম-খতিব অংশ নেয়।

এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার আল মামুন শিকদার, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল ছালেক, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব টি. এম. রাহসিন কবির,জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি ওয়াকিউজ্জামান, শাহাবাদ মাজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বজায় রেখে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “সমাজের দর্পণ হিসেবে ইমামগণ সাধারণ মানুষের ওপর ব্যাপক প্রভাব রাখেন। গণভোট সফল করতে এবং সাধারণ মানুষকে ভোটমুখী করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা জাতীয় নির্বাচনে হ্যাঁ ভোটের পক্ষে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন এবং ইমামদের মাধ্যমে সকল মসজিদে মুসল্লিদের বোঝানোর অনুরোধ করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন