হোম রাজনীতি রবিবার চট্টগ্রামে নির্বাচনি প্রচারণায় যাচ্ছেন তারেক রহমান

রবিবার চট্টগ্রামে নির্বাচনি প্রচারণায় যাচ্ছেন তারেক রহমান

কর্তৃক Editor
০ মন্তব্য 39 ভিউজ

নিউজ ডেস্ক:
ঢাকার বাইরে দ্বিতীয় পর্বে রবিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম থেকে নির্বাচনি যাত্রা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উদ্দেশে শনিবার (২৪ জানুয়ারি) ঢাকা ছাড়বেন তিনি।

শনিবার সকালে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।

তিনি বলেন, তারেক রহমান তার নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ রাতে চট্টগ্রামে যাচ্ছেন। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানে রাত্রি যাপন করবেন।

এর মধ্যে রবিবার সকাল সাড়ে ৯টায় একটি হোটেলে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীকে নিয়ে ‘ইউথ পলিসি টকে’ অংশ নেবেন। এতে তিনি শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন ও পরিবেশসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে আলোচনা করবেন।

এরপর চট্টগ্রাম পোলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে অংশগ্রহণ করবেন। সেখান থেকে ঢাকায় ফেরার পথে ফেনী পাইলট স্কুল মাঠ, কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ, সোয়াগাজীর ডিগবাজি মাঠ, দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে বক্তব্য রাখবেন।

ড. মাহদী আমিন জানান, সিলেটের মতো চট্টগ্রাম সফরেও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা চেয়ারম্যানের সঙ্গী হবেন।

এর আগে নির্বাচনি প্রচারণার প্রথম দিনে গত ২২ জানুয়ারি তারেক রহমান সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভায় ভাষণ দেন। এছাড়াও ওইদিন মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের কয়েকটি জনসভায় বক্তব্য রাখেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন