হোম রাজনীতি ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগের ভিত্তি নেই: মাহদী আমিন

ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগের ভিত্তি নেই: মাহদী আমিন

কর্তৃক Editor
০ মন্তব্য 45 ভিউজ

নিউজ ডেস্ক:
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগের কোনও ভিত্তি নেই। এটা সম্পূর্ণ অপপ্রচার। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই বিএনপির রাজনীতি।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. মাহদী বলেন, ভারতের সঙ্গে বিএনপি চুক্তি করেছে– জামায়াতের শীর্ষ নেতার এমন বক্তব্য চরম মিথ্যাচার। তিনি এর নিন্দা জানান।

এ সময় তারেক রহমানের প্রথম নির্বাচনি সফরে অংশ নেওয়ায় নেতাকর্মীদের ধন্যবাদ জানান ড. মাহদী আমিন।

তিনি জানান, আজ রাতে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারেক রহমান। কাল চট্টগ্রামসহ চার জেলায় জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান।

গত ২২ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে দলীয় কর্মসূচিতে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের অভিযোগ যোগ করেন, ১০ দলীয় জোটের প্রতিদ্বন্দ্বী দলের প্রধান আগামী নির্বাচন ঘিরে তিন শর্তে ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন