হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে বাইক চুরি আতঙ্কে নানা শ্রেণিপেশার মানুষ

ফকিরহাটে বাইক চুরি আতঙ্কে নানা শ্রেণিপেশার মানুষ

কর্তৃক Editor
০ মন্তব্য 26 ভিউজ

মান্না দে:

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এখন মটরসাইকেল চুরি আতংক বিরাজ করছে। গত দুই মাসে অন্তত ৫টি মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গ্যারেজে নিরাপদে মটরসাইকেল রেখে রেহায় পাচ্ছেন না সরকারি কর্মকর্তাসহ ব্যবসায়িরাও।

জানা গেছে, সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে অফিসের সামনের গ্যারেজ ঘর থেকে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা খাঁন আসাদুজ্জামানের মটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে। পরে অনেক খোজাখুজি করেও গাড়িটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

গত ১৭ জানুয়ারি রাতে আট্টাকী বাড়ির গ্যারেজ ঘর থেকে জিসান শেখ নামে এক যুবকের মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
এছাড়া, চোর সিন্ডিকেটের সদস্যরা গত ১৯ ডিসেম্বর-২০২৫ ইং তারিখে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশ্য প্রহরী আসলাম শেখের মটরসাইকেল চুরি করে নিয়ে গেছে।
অপরদিকে ২০২৫ সালের ২রা নভেম্বর উপজেলা পরিষদ এলাকা থেকে উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাসের মটরসাইকেলটি চুুরি হয়ে যায়।
এছাড়াও, গত ৭ নভেম্বর সন্ধ্যায় ফকিরহাট ডাকাবাংলো এলাকা থেকে গোলাপ কানন ফুলের দোকানের পরিচালক খান বাদশা ফয়সালের পালসার মরটসাইকেলটি চুরি করে নিয়ে যায় চোর চক্রটি।

এ এসব মটরসাইকেল চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতংক ও উদ্বেগ দেখা দিয়েছে।

উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা খাঁন আসাদুজ্জামান জানান, তিনি সকালে গ্যারেজ ঘরে মটরসাইকেলটি তালা দিয়ে রেখে অফিসে প্রবেশ করেন। দুপুরের দিকে একটি কাজে বের দেখেন তার মটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এ ব্যাপারে তিনি ফকিরহাট থানায় একটি লিখিত অভিযোগে দায়ের করেন।

ব্যবসায়ি খান বাদশা ফয়সাল জানান, তিনি তার মটরসাইকেলটি দোকানের সামনে রেখেছিলেন। কিছুক্ষন পর সেদিকে তাকিয়ে দেখেন তার মটরসাইকেলটি চুরি হয়ে গেছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখান থেকে চোর শনাক্তের চেষ্টা চলছে। এছাড়াও বিভিন্ন স্থানে নজরদারী করা হচ্ছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন