হোম খুলনাযশোর মনিরামপুরে কামারডাঙ্গা মহাশশ্মান ও মন্দিরে ৩ দিন ব্যাপী কালীপূজা ও সংকীর্তন অনুষ্ঠান সমাপ্ত

মনিরামপুরে কামারডাঙ্গা মহাশশ্মান ও মন্দিরে ৩ দিন ব্যাপী কালীপূজা ও সংকীর্তন অনুষ্ঠান সমাপ্ত

কর্তৃক Editor
০ মন্তব্য 59 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মনিরামপুর উপজেলার হরিহর নদীর তীরে ঐতিহ্যবাহী সৈয়দমাহমুদপুরে কামারডাঙ্গা সার্বজনীন মহাশশ্মান ও মন্দিরে তিনদিন ব্যাপী বৃত্ততম পরিসরে বাৎসরিক কালীপূজা ও মহানাম সংকীর্তন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শেষদিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনুষ্ঠানে আগত প্রায় ১০ হাজার ভক্তবৃন্দের ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি শেষ হয়। হিন্দু সম্প্রদায়ের পূজা হলেও চিনাটোলা বাজার অঞ্চলের হিন্দু-মুসলিম একাট্রা হয়ে উপভোগ করছেন পূজার মেলার উৎসব। প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে চলেছে গভীর রাত পর্যন্ত। এ পূজা উৎসবে এলাকায় স্থাপন করেছে এক অভুতপূর্ব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় প্রতিমায় প্রান প্রতিষ্ঠাসহ বিহিত পূজা ও পূজান্তে প্রসাদ বিতরনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর চলে সান্ধ্যাকালিন পূজা, ধমীয় আলোচনা, সংস্কৃতিক অনুষ্ঠান, ভগবত আলোচনা ও মহানাম কীর্ত্তন পরিবেশন করা হয়। রোববার ও সোমবার বিভিন্ন দলের ধর্মীয় লীলা কীর্ত্তন ও অতিথি-ভক্তদের আপ্যায়নে মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। তিনদিন ব্যাপি এ অনুষ্ঠানে মন্দির চত্ত্বরে বিশাল এলাকা জুড়ে নির্মাণ করা হয়েছে প্যান্ডেল। সুসজ্জিত মঞ্চে ধারাবাহিকভাবে ধর্মীয় সংকীর্তন পরিবেশন করছে বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা। এছাড়াও মন্দির চত্বর ছাড়িয়ে বহমান হরিহর নদীর তীরে হরেক রকমের পসরার অন্তত প্রায় শতাধিক বিভিন্ন পণ্যর স্টল দেয়া হয়। কি নেই স্টালে চাসহ বিভিন্ন খাবার, শিশুদের খেলনা, নারীদের প্রসাধনী সামগ্রী, কাঠের তৈরি পণ্য শোভা পায়। শিশুদের জন্য ছিল নাগোরদোলা, ঘোড়াই চলা ও পেপসি খেলা। তিনদিনব্যাপি এ অনুষ্ঠান পৃর্থকভাবে পরিদর্শনে যান উপজেলা বিএনপির সভাপতি যশোর-৫ (মনিরামপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, জামায়াত ইসলামির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. গাজী এনামুল হক, বিএনপি জোট প্রার্থী রশীদ বিন ওয়াক্কাস, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সহসভাপতি অ্যাড. মকবুল ইসলাম ও সাংবাদিক জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন কামারডাঙ্গা সার্বজনীন মহাশশ্মান মন্দির কমিটির সভাপতি প্রদীপ চক্রবর্তী, সাধারন সম্পাদক পরিতোষ চ্যাটার্জী, যুগ্ম সম্পাদক মাষ্টার সন্তোষ কুমার পাল, কোষাধ্যক্ষ কৃষ্ণপাল, নয়ন চ্যাটার্জী, সাংগঠনিক সম্পাদক সুশান্ত অধিকারী, তপন কুমার কুন্ড, ডাঃ স্বপন পাল, শেখর দেবনাথ, লান্টু বসু, তাপস চ্যাটার্জী, লিটন পালিত, শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাহাবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ, কোষাধ্যক্ষ মশিয়ার রহমান, সদস্য আসাদুজ্জামান রিপন, যুবদলের নেতা ওলিয়ার রহমান, মিজানুর রহমান, আজাদুর রহমান রিপন ও ইউপি সদস্য রবিউল ইসলাম রবিসহ প্রমুখ। আয়োজক কমিটির যুগ্ম সম্পাদক নাগোরঘোপ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সন্তোষ কুমার পাল জানান, কামারডাঙ্গা সার্বজনীন মহাশশ্মান কালী মন্দিরটি শতাধিক বছরের পুরাতন। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবছর মন্দিরে বৃহত্তম পরিসরে কালীপূজা ও নাম কীর্তনসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়ে আসছে। প্রায় চার একর জমির আঙ্গিনায় গড়ে তোলা মহাশশ্মান ও মন্দিরের এই কালী পূজা ও কীর্তন অনুষ্ঠানে এবারও প্রায় ১০ হাজার ভক্তবৃন্দ ও অতিথির সমাগম ঘটে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন