হোম আন্তর্জাতিক গাজায় শান্তি উদ্যোগে যোগ দিতে ভারত–পাকিস্তানকে আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের

গাজায় শান্তি উদ্যোগে যোগ দিতে ভারত–পাকিস্তানকে আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের

কর্তৃক Editor
০ মন্তব্য 43 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
গাজা সংকটসহ বৈশ্বিক সংঘাত নিরসনে নতুন শান্তি উদ্যোগে যোগ দিতে ভারত ও পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘বোর্ড অব পিস’ উদ্যোগে অংশ নিতে দুই দেশকেই চিঠি পাঠানো হয়েছে। তবে ভারত এখনও জানায়নি, তারা এতে যোগ দেবে কি না।

সংবাদমাধ্যম আইনিউজ২৪ জানিয়েছে, গাজা সংকট থেকে শুরু করে বৈশ্বিক সংঘাত মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন ‘বোর্ড অব পিস’ উদ্যোগে অংশ নিতে ভারত ও পাকিস্তান উভয় দেশকেই আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা নিশ্চিত করেছেন, নয়াদিল্লি এই আমন্ত্রণ পেয়েছে। তবে ভারত সরকার এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি, তারা এই উদ্যোগে যোগ দেবে কি না।

অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও এই আমন্ত্রণ পেয়েছেন। একই সঙ্গে ইসলামাবাদ পুনর্ব্যক্ত করেছে যে তারা ‘গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক প্রচেষ্টায় যুক্ত থাকবে।’

প্রতিবেদন অনুযায়ী, এই উদ্যোগে প্রায় ৬০টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এতে অংশগ্রহণকারী দেশগুলোর পূর্ণ তালিকা এখনও প্রকাশ করা হয়নি। জর্ডান, গ্রিস, সাইপ্রাস ও পাকিস্তানসহ কয়েকটি দেশ নিশ্চিত করেছে যে তারা আমন্ত্রণ পেয়েছে। এর আগে কানাডা, তুরস্ক, মিসর, প্যারাগুয়ে, আর্জেন্টিনা ও আলবেনিয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছিল।

পৃথক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গাজার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ উদ্যোগে যোগ দেয়ার আমন্ত্রণ পেয়েছেন। অন্যদিকে ভারতকে এই আমন্ত্রণ জানানো হয়েছে এমন এক সময়ে, যখন নয়াদিল্লি ও ওয়াশিংটনের সম্পর্ক কিছুটা চাপের মুখে রয়েছে। কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে ব্যর্থ হয়েছে ভারত, যার মাধ্যমে মার্কিন বাজারে ভারতের রপ্তানিপণ্যের ওপর আরোপিত শুল্ক কমানো যেত। বর্তমানে এসব পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এই উদ্যোগে প্রায় ৬০টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানও রয়েছে। পাকিস্তান সরকার আগেই জানিয়েছিল, তারা গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক উদ্যোগে যুক্ত থাকবে।

বোর্ড অব পিস গাজার অস্থায়ী শাসনব্যবস্থা, পুনর্গঠন, বিনিয়োগ, অর্থায়ন এবং আঞ্চলিক সম্পর্ক জোরদারের মতো বিষয় তদারকি করবে। ট্রাম্প নিজেকে এই বোর্ডের চেয়ারম্যান ঘোষণা করেছেন। বোর্ডে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জ্যারেড কুশনারসহ শীর্ষ মার্কিন কর্মকর্তা এবং বিশ্বব্যাংক প্রধানসহ আন্তর্জাতিক পর্যায়ের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিও অন্তর্ভুক্ত রয়েছেন।

কানাডা সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী কার্নি এই আমন্ত্রণ গ্রহণ করতে আগ্রহী। আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেইও এতে অংশ নেয়াকে ‘সম্মানের’ বিষয় বলে মন্তব্য করেছেন। অন্যদিকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে বোর্ডে অন্তর্ভুক্ত করায় তিনিও নিজেকে ‘সম্মানিত’ মনে করছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন