হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে শিল্পীর নিপুণ হাতে চলছে সরস্বতী প্রতিমা তৈরির কাজ

ফকিরহাটে শিল্পীর নিপুণ হাতে চলছে সরস্বতী প্রতিমা তৈরির কাজ

কর্তৃক Editor
০ মন্তব্য 46 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে চলছে আসন্ন সরস্বতী পূজার ব্যাপক প্রস্তুতি। প্রতিমা শিল্পীরা নিখুঁত হাতের কারুকার্য দিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তৈরি করছেন প্রতিমা। প্রতিমা শিল্পীরা তুলির আঁচড়ে সরস্বতী প্রতিমার মুখ ফুটিয়ে তুলছেন।

ফকিরহাট উপজেলার আট্টাকীর পালপাড়া ঘুরে দেখা গেছে, বর্তমানে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। শিল্পীর নিপুণ হাতে চলছে প্রতিমা তৈরির কাজ। রাতদিন পরিশ্রম করে মাটি দিয়ে দেবীর অবয়ব নির্মাণ করছেন কারিগররা। পূজার সময় যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ত হয়ে পড়ছেন তারা।

এছাড়া, অন্যন্য বছরের ন্যায় শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী প্রতিমার চাহিদা রয়েছে। মৃৎশিল্পীদের বাড়ি থেকেই অনেকে প্রতিমা কিনে নিয়ে যাচ্ছেন। অনুরূপ অনেক বাড়ি, মন্দির ও প্রতিষ্ঠান থেকে প্রতিমা নেওয়ার জন্য বাড়িতে আসছেন।

কয়েকজন মৃতশিল্পীরা জাানান, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে পরিশ্রমের পর প্রতিমা তৈরি করে যে মজুরি পান তা দিয়ে জীবন যাপন করা কষ্টকর হয়ে পড়ছে। অনেকেই এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছেন।

প্রতিমা শিল্পী জিৎ পাল জানান, তারা এ বছর ছোট-বড় ২২০ টি প্রতিমা তৈরী করেছেন। অধিকাংশ প্রতিমায় রং করা হয়েছে গেছে। পূজার আগে সকল প্রতিমার রং করা শেষ হবে।

প্রতিমা শিল্পী লিটন পাল জানান, প্রতিমায় এখন চলছে রং তুিলর কাজ চলছে। অন্যান্য বছরের তুলনায় এ বছর প্রতিমা তৈরির জিনিস পত্রের মুল্য বেশী। সে তুলনায় প্রতিমার দাম পাচ্ছেন না বলে জানান।

প্রতিমা শিল্পী বিমল পাল ও অর্চনা পালসহ কয়েকজন প্রতিমা শিল্পীরা জানান, অন্য বারের তুলনায় এ বছর প্রতিমা তৈরী কম করেছেন। যে গুলো তৈরী করা হয়েছে তা অধিকাংশই অগ্রীম অর্ডার রয়েছে। এছাড়া অন্য প্রতিমা বিভিন্ন হাটে বিক্রি করবেন।

এদিকে সনাতন ধর্মবলম্বীদের বিদ্যা, জ্ঞান ও সুরের সরস্বতী দেবীকে বরণে প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন মন্দির, বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। যথাযথ ধর্মীয় রীতি ও আচার মেনে পূজা উদযাপনের জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে শিক্ষার্থী ও ভুক্তকুল।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন