হোম খুলনানড়াইল নড়াইলে যৌথবাহিনীর বিশেষ অভিযানে পিস্তল ও ৮০০ গুলিসহ আটক ৪

নড়াইলে যৌথবাহিনীর বিশেষ অভিযানে পিস্তল ও ৮০০ গুলিসহ আটক ৪

কর্তৃক Editor
০ মন্তব্য 54 ভিউজ

​নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় সেনাবাহিনী পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল পর্যন্ত উপজেলার দিঘলিয়া আগ্রাহাটি এলাকায় অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া সেনা ক্যাম্প থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া গ্রামের তোফায়েল মণ্ডলের বাড়িতে হানা দেয়। সেখানে তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষের ওয়ারড্রব থেকে একটি চাইনিজ .৬২ মিলিমিটার পিস্তল ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক তোফায়েলের দেওয়া তথ্যের ভিত্তিতে আগ্রাহাটি এলাকার একটি মাছের ঘেরে অভিযান চালায় যৌথবাহিনী। সেখান থেকে রাসেল, পিন্টু আমিনুর নামে আরও তিনজনকে আটক করা হয়। এসময় ওই ঘের এলাকা থেকে একটি এয়ারগান, ৮০০ পিস গুলি, মাদকদ্রব্য এবং চাপাতি, দা, রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার দিঘলিয়া গ্রামের তোফায়েল মণ্ডল (২৫), লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের মো. রাসেল বিশ্বাস (১৯), সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বইশখালি গ্রামের ইসমাইল হোসেন ওরফে পিন্টু (৫০) এবং একই এলাকার আমিনুর গাজী (৪৫)

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে সেনাবাহিনী পুলিশের এই যৌথ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যৌথবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন