হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে ৩০০ পরিবারকে কম্বল দিল নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি

মোল্লাহাটে ৩০০ পরিবারকে কম্বল দিল নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি

কর্তৃক Editor
০ মন্তব্য 43 ভিউজ
মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির উদ্যোগে ৩০০ শীতার্ত অসহায় পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিষ্ঠানটির এ উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির এক প্রতিনিধি বলেন, সামাজিক দায়িত্ববোধ থেকে প্রতিবছরের মতো এবারও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতে তাঁদের পাশে থাকাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্ল্যান্ট ম্যানেজার মো. নাহিদুজ্জামান শুভ, উপ-বিভাগীয় প্রকৌশলী ইন্দ্রজিত কুমার চক্রবর্তী, সহকারী প্রকৌশলী কে এম মহিউদ্দিন আবির, নিরাপত্তা কর্মকর্তা মো. সামিউল ইসলাম জনি, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকেরা।
উপস্থিত সবাই এ উদ্যোগকে স্বাগত জানান এবং শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি ও মানবিকতার বার্তা পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন