নড়াইল প্রতিনিধি:
নড়াইল–১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল বাশার শিকদারের ৩৭তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি বিকেলে নড়াইলের পহরডাঙ্গা সি.এম.বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুমের পুত্র মুফতী আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম (রিংকু)।
প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, “আগামী নির্বাচনে আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করি, তবে জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদ ও মুগ্ধদের মতো শত শত ভাইয়ের আত্মত্যাগ বৃথা যাবে। দেশের এই ক্রান্তিলগ্নে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।“
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব অধ্যক্ষ সুকেশ সাহা এবং গ্রীন ফোর্স বাংলাদেশের চেয়ারম্যান মিকাইল রহমান।
সভাপতির বক্তব্যে মরহুমের পুত্র আনিসুজ্জামান শিকদার বলেন, “আমার বাবার মৃত্যুবার্ষিকীতে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে তিনি সাধারণ মানুষের হৃদয়ে কতটা ভালোবাসার স্থানে ছিলেন।“
স্মরণ সভায় বক্তারা মরহুম আবুল বাশার শিকদারের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সন্ধারপর বিশাল এক ওয়াজ মাহফিলের আযোজন করা হয়। এ অনুষ্ঠানে নড়াইল জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
