হোম খুলনানড়াইল নড়াইলে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নড়াইলে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 51 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপরেখা তৃণমূলে পৌঁছে দিতে নড়াইলে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( জানুয়ারি) দিনব্যাপি নড়াইল জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নড়াইল জেলা শাখা এই কর্মশালার আয়োজন করে।দেশ গড়ার পরিকল্পনাশীর্ষক এই প্রশিক্ষণে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের জেলা ছাত্রদলের সভাপতির ফরিদ বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নড়াইল -২ আসনের ধানের শীষের প্রার্ী ফরিদুজ্জামান ফরহাদ্ । অনুষ্ঠানটি উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা্, এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: তাহাজ্জুল হোসেন জনি,তেজগাও কলেজের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জহির হোসেন,ছাত্রদল নেতা ওয়াহিদুজ্জামান নিক্সন,চৌধুরী মেহেদী হাসান,আজিজুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদলকে একটি মেধাবী সুশৃঙ্খল ইউনিট হিসেবে গড়ে তোলাই এই কর্মশালার লক্ষ্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ দেশনায়ক তারেক রহমানের দেওয়া আগামীর রাষ্ট্র বিনির্মাণের পরিকল্পনাগুলো সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে ও আগামী নির্াচনে ধানের শীষে ভোট দিয়ে  দেশনায়ক তারেক রহমাননের হাতকে শক্তিশালী করার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান  উপস্থিত ছিলেন জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধি দল এবং স্থানীয় ছাত্রনেতারা প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন