মোস্তফা কামাল:
নড়াইলের দু’টি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ,খেলাফত মজলিসসহ মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। তিন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত ও ১২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রার্থী, প্রস্তাবকারী, সমর্থনকারী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম এ ঘোষনা দেন। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহা: আ: ছালেক, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, মো: আহসান মাহমুদ রাসেল(রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা সাত্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হোসনে আরা তান্নি,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি.এম. রাহসিন কবির, নড়াইল–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ,বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী আতাউর রহমান বাচ্চু, নড়াইল–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ^াস জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো: ওবায়দুল্লাহ কায়সারসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আবদুল ছালাম জানান, দাখিলকৃত মনোনয়নপত্র যথাযথ থাকায় নড়াইল–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ^াস জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো: ওবায়দুল্লাহ কায়সার,বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। জাতীয় পার্টির প্রার্থী মিলটন মোল্যা, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি. এম. নাগিব হোসেনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী মাওলানা আব্দুল আজিজসহ ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
নড়াইল–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী আতাউর রহমান বাচ্চু,ইসলামী আন্দোলন বাংলাদেশে’র প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম,স্বতন্ত্র প্রার্থী মো: মনিরুল ইসলাম, খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল হান্নান সর্দার এবং মুক্তিজোটের প্রার্থী শোয়েব আলীর প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়েছে। এ আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সূত্রে জানা যায়, নড়াইল–১ আসনে ১৫জন প্রার্থী এবং নড়াইল–২ আসনে ৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
