হোম খুলনানড়াইল নড়াইলের দুটি আসনে বিএনপি ও জামায়াতসহ ৯ জনের মনোনয়নপত্র বৈধ, ১২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নড়াইলের দুটি আসনে বিএনপি ও জামায়াতসহ ৯ জনের মনোনয়নপত্র বৈধ, ১২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

কর্তৃক Editor
০ মন্তব্য 49 ভিউজ

মোস্তফা কামাল:

নড়াইলের দুটি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ,খেলাফত মজলিসসহ মোট জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। তিন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত ১২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রার্থী, প্রস্তাবকারী, সমর্থনকারী গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক . মোহাম্মদ আবদুল ছালাম ঘোষনা দেন। সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহা: : ছালেক, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, মো: আহসান মাহমুদ রাসেল(রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) সারমিনা সাত্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হোসনে আরা তান্নি,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি.এম. রাহসিন কবির, নড়াইল আসনে বিএনপি মনোনীত প্রার্থী . জেড এম ফরিদুজ্জামান ফরহাদ,বাংলাদেশ  জামায়াতে ইসলামী প্রার্থী আতাউর রহমান বাচ্চু, নড়াইল আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ^াস জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো: ওবায়দুল্লাহ কায়সারসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আবদুল ছালাম জানান, দাখিলকৃত মনোনয়নপত্র যথাযথ থাকায় নড়াইল আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ^াস জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো: ওবায়দুল্লাহ কায়সার,বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। জাতীয় পার্টির প্রার্থী মিলটন মোল্যা, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি. এম. নাগিব হোসেনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা আব্দুল আজিজসহ ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।  
নড়াইল আসনে বিএনপি মনোনীত প্রার্থী . জেড এম ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী আতাউর রহমান বাচ্চু,ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম,স্বতন্ত্র প্রার্থী মো: মনিরুল ইসলাম, খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল হান্নান সর্দার এবং  মুক্তিজোটের প্রার্থী শোয়েব আলীর প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়েছে। আসনে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সূত্রে জানা যায়, নড়াইল আসনে ১৫জন প্রার্থী এবং নড়াইল আসনে ৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। 

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন