হোম জাতীয় শুক্রবারই হচ্ছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

শুক্রবারই হচ্ছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

কর্তৃক Editor
০ মন্তব্য 53 ভিউজ

নিউজ ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, রাষ্ট্রীয় শোক চলাকালীন এ পরীক্ষায় কোনো আইনগত বাধা নেই।

সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে মঙ্গলবার সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এই সময়ের মধ্যেই পড়েছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ—২ জানুয়ারি (শুক্রবার)।

রাষ্ট্রীয় শোকের কারণে পরীক্ষা স্থগিত হতে পারে—এমন গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চাকরিপ্রার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, “নিয়োগ পরীক্ষা পেছানোর বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো পরিবর্তন হলে তা সময়মতো জানানো হবে।”

অধিদফতর সূত্রে জানা গেছে, দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। অর্থাৎ গড়ে প্রতি পদের জন্য প্রতিযোগিতা করবেন প্রায় ৭৫ জন প্রার্থী।

প্রথম ধাপ (রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ): ১০ হাজার ২১৯টি পদের বিপরীতে আবেদন ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি।

দ্বিতীয় ধাপ (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ): ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি।

সব মিলিয়ে, রাষ্ট্রীয় শোক চললেও শুক্রবার (২ জানুয়ারি) প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে—এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অবস্থান স্পষ্ট।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন