মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
মোল্লাহাটে বাগেরহাট জেলা মহিলা দলের নেত্রী রেনজিনা আহমেদ প্রিয়ংকার উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে উপজেলার মোল্লারকুল গ্রামের খাকি বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বাগেরহাট জেলার নেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াংকা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের পক্ষে ভোট ও সমর্থন চেয়ে নির্বাচনী উঠান বৈঠক করেন। উঠান বৈঠকে পুরুষের পাশাপাশি নারীরাও সমানভাবে অংশগ্রহণ করে। প্রিয়াংকা তার বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে এবং আগামী জাতীয় সংসদে যাতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করতে পারে সে বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে এক হতে হবে, পুরুষের পাশাপাশি নারীদেরও সর্বক্ষেত্রে এগিয়ে আসতে হবে, আমি আপনাদের ঘরের মেয়ে আপনাদের সুখে/ দুঃখে সব সময়ই আমার পূর্বপুরুষরা আপনাদের পাশে ছিল। আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব। আপনারা সবাই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচী জানুন এবং অন্যদের মাঝে ছড়িয়ে দিন। বাংলাদেশের উন্নয়নে ৩১ দফার কোন বিকল্প নেই। উঠান বৈঠকে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন বিএনপি’র সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদের ছোট ভাই চৌধুরী তারিকুল ইসলাম চুন্নু, বাগেরহাট জেলা মহিলা দলের নেত্রী রোজি ও চায়না, মোল্লাহাট উপজেলা মহিলা দলের নেত্রী নিলুফা ইয়াসমিন লেলি, বিএনপি নেতা এস নাসিম পারভেজ, ওয়ার্ড বিএনপির সভাপতি মশিউর রহমান টুলু, বিএনপি নেতা শাহজাহান খাকিসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তি বর্গ।
