হোম আন্তর্জাতিক মাত্র দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুললো চীনা ট্রেন

মাত্র দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুললো চীনা ট্রেন

কর্তৃক Editor
০ মন্তব্য 34 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজির গবেষকরা মাত্র দুই সেকেন্ডের মধ্যে একটি ট্রেনকে ৭০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিতে ত্বরান্বিত করতে সক্ষম হয়েছেন।

পরীক্ষায় দেখা গেছে, ট্রেনটি মাত্র দুই সেকেন্ডে শূন্য থেকে ৭০০ কিলোমিটার গতিতে পৌঁছায়। এটি এতোটাই দ্রুতগতি যে, কিছু বুঝে ওঠার আগেই ট্রেন দৃষ্টির বাইরে চলে যায়।

দেশটির দ্রুততম ম্যাগলেভ ট্রেনের মাধ্যমে এই পরীক্ষা করা হয়। প্রায় এক টন ওজনের একটি ট্রেনকে তারা এই অবিশ্বাস্য গতিতে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। সেই সঙ্গে এটিকে নিরাপদে থামিয়েও দিয়েছেন।

সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, পরীক্ষার এই গতি একটি নতুন ‘বৈশ্বিক মানদণ্ড’ স্থাপন করেছে- যা এটিকে এখন পর্যন্ত বিশ্বের দ্রুততম সুপারকন্ডাক্টিং বৈদ্যুতিক ম্যাগলেভ ট্রেন করে তুলেছে।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফুটেজে দেখা গেছে, ম্যাগলেভ ট্র্যাকজুড়ে একটি চ্যাসিসের মতো একটি গাড়ি জ্বলজ্বল করছে। প্রায় চোখের পলকে চরম ত্বরণ অর্জন করে এটি লাইনের শেষে থেমে যায়।

চীনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লি জি বলেন, ‘অত্যাধুনিক এই সুপারকন্ডাক্টিং ইলেকট্রিক ম্যাগলেভ সিস্টেম সফলভাবে তৈরি হওয়ায় চীনের অতিদ্রুত ম্যাগলেভ পরিবহন নিয়ে গবেষণা আরও দ্রুত এগিয়ে যাবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন