নড়াইল প্রতিনিধি:
নড়াইল–২ সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া আলহাজ্ব মনিরুল ইসলামের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে নির্বাচনী এলাকা। প্রার্থীর প্রার্থিতা পুনবহালের দাবিতে গতকাল থেকে শিল্পকলা একাডেমী চত্বরে শহীদ মিনারের পাদদেশে ‘সর্বস্তরের জনতা‘র ব্যানারে আমরণ অনশন কর্মসূচি শুরু হয়েছে।
অনশনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, ষড়যন্ত্রমূলকভাবে জনপ্রিয় এই নেতার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এতে সাধারণ ভোটারদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের দাবি, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে অনতিবিলম্বে মনিরুল ইসলামের প্রার্থিতা ফিরিয়ে দিতে হবে। বিএনপির এই সিদ্ধান্তের পরিবর্ন না হলে নশনকারীরা বলছেন, যতক্ষণ না পর্যন্ত প্রার্থিতা পুনবহালের সুনির্দিষ্ট ঘোষণা না আসবে, ততক্ষণ তারা অন্ন–জল ত্যাগ করে এই লড়াই চালিয়ে যাবেন।
