হোম জাতীয় সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ মামলায় সোনালী ব্যাংক কর্মকর্তা কারাগারে

সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ মামলায় সোনালী ব্যাংক কর্মকর্তা কারাগারে

কর্তৃক
০ মন্তব্য 166 ভিউজ

খুলনা অফিস:
ব্যাংকের ১০১ জন গ্রাহকের স্বাক্ষর জাল করে প্রায় ৪ কোটি ৪৯ লাখ টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. মাহফুজুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর হয়েছে। বুধবার দুপুরে খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতে জামিনের আবেদন করলে বিচারক জিয়া হায়দার জামিন নামঞ্জুর করেন।
সোনালী ব্যাংকের ওই কর্মকর্তা ব্যাংকের বাগেরহাট শাখায় কর্মরত ছিলেন। এর আগে ১২ জানুয়ারি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন। দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পিপি খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, আসামি তার সহযোগিদের সাথে পরস্পর যোগসাজশে ২০১৫ সালে ১০১ জন গ্রাহকের অজান্তে তাদের নামে ৪ কোটি ৪৯ লাখ ২৮ হাজার ৪৫৩ টাকা ঋণ মঞ্জুর করে তা আত্মসাৎ করেন। ঘটনা জানাজানি হলে ব্যাংকের অনুকূলে আসামিরা ৩৬ লাখ ৮১ হাজার টাকা ফেরত দেয়। তবে অর্থ আত্মসাতের ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক খান বাবলুর রহমান বাগেরহাট থানায় মামলা করেন। দুদক বিষয়টি তদন্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন