বিনোদন ডেস্ক:
সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। শনিবার (২১ডিসেম্বর) দুপুরে মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে পারফর্ম করতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। মাথায় বড় ধরনের আঘাত বা রক্তক্ষরণ হয়েছে কি না, তা নিশ্চিত করতে সিটি স্ক্যান করানো হয়।
দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় নোরা ঘটনাটিকে তার জীবনের অন্যতম ‘ভয়ংকর’ ও ‘আতঙ্কজনক’ মুহূর্ত বলে উল্লেখ করেন।
নিজের শারীরিক অবস্থা জানিয়ে নোরা বলেন, ‘আমি এখন ঠিক আছি। দুপুরে আমি একটি গুরুতর গাড়ি দুর্ঘটনার শিকার হই। এক ব্যক্তি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এবং তিনি আমার গাড়িকে সজোরে ধাক্কা দেন। ধাক্কার তীব্রতায় আমি গাড়ির ভেতরে ছিটকে পড়ি এবং জানালার সঙ্গে মাথায় আঘাত পাই।’
তিনি আরও বলেন, ‘আমি বেঁচে আছি-এটাই সবচেয়ে বড় বিষয়। শরীরের কিছু জায়গায় সামান্য আঘাত, ফোলা ছাড়া বড় কোনও ক্ষতি হয়নি। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। তাই সবাইকে অনুরোধ করছি মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না।’
নোরা আরও বলেন, ‘এই ধরনের বেপরোয়া আচরণ অন্যদের জীবন বিপন্ন করে তোলে। আমি ভাগ্যবান যে বেঁচে গেছি। সেই মুহূর্তে চোখের সামনে জীবন ভেসে উঠেছিল। এখনও মানসিকভাবে কিছুটা আতঙ্কিত।’
এদিকে এমন আঘাত পাওয়ার পরেও নির্ধারিত কনসার্টে হাসিমুখে পারফর্ম করেন নোরা ফাতেহি।
এ প্রসঙ্গে নোরা বলেন, ‘আমি আমার কাজ, স্বপ্ন কিংবা সুযোগকে থামতে দিই না। এখানে পৌঁছাতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। কোনও মাতাল চালক আমার সেই সুযোগ নষ্ট করতে পারবে না। অনেকের কাছে এটি পাগলামি মনে হতে পারে, কিন্তু এটাই আমি।’
